UNPKG

@cedros/pay-react

Version:

React frontend library for Cedros Pay - unified Stripe and Solana x402 payments

20 lines (19 loc) 18.3 kB
const e = "CEDROS PAY - অনুবাদ উৎস ফাইল (বাংলা)", a = "1.0.0", i = "bn", n = { pay_with_card: "কার্ড দিয়ে পরিশোধ করুন", pay_with_crypto: "USDC দিয়ে পরিশোধ করুন", pay_with_usdc: "USDC দিয়ে পরিশোধ করুন", purchase: "ক্রয়", card: "কার্ড", usdc_solana: "USDC (Solana)", crypto: "ক্রিপ্টো", connect_wallet: "ওয়ালেট সংযুক্ত করুন", connecting: "সংযুক্ত করা হচ্ছে...", processing: "প্রক্রিয়াকরণ চলছে...", loading: "লোড হচ্ছে...", close: "বন্ধ করুন", cancel: "বাতিল", confirm: "নিশ্চিত করুন", retry: "আবার চেষ্টা করুন", go_back: "পেছনে যান", contact_support: "সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন" }, o = { invalid_payment_proof: { message: "পেমেন্ট যাচাইকরণ ব্যর্থ হয়েছে", action: "অনুগ্রহ করে আবার পেমেন্ট চেষ্টা করুন। এটি চলতে থাকলে সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন।" }, invalid_signature: { message: "লেনদেনের স্বাক্ষর অবৈধ", action: "অনুগ্রহ করে আপনার ওয়ালেটে লেনদেনটি অনুমোদন করুন এবং আবার চেষ্টা করুন।" }, invalid_transaction: { message: "লেনদেনের ফরম্যাট অবৈধ", action: "অনুগ্রহ করে আবার পেমেন্ট চেষ্টা করুন। এটি চলতে থাকলে আপনার ওয়ালেট অ্যাপটি আপডেট করে দেখুন।" }, transaction_not_found: { message: "ব্লকচেইনে লেনদেনটি পাওয়া যায়নি", action: "আপনার লেনদেনটি এখনও প্রক্রিয়াকরণের মধ্যে থাকতে পারে। অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করে আপনার ওয়ালেট পরীক্ষা করুন, বা আবার চেষ্টা করুন।" }, transaction_not_confirmed: { message: "লেনদেনটি এখনও প্রক্রিয়াকরণে রয়েছে", action: "ব্লকচেইন আপনার লেনদেনটি নিশ্চিত করতে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর আবার চেষ্টা করুন।" }, transaction_failed: { message: "ব্লকচেইনে লেনদেনটি ব্যর্থ হয়েছে", action: "বিস্তারিত জানতে আপনার ওয়ালেট দেখুন। আপনাকে লেনদেনের সেটিংস সমন্বয় করতে হতে পারে বা ফি-এর জন্য আরও SOL যোগ করতে হতে পারে।" }, transaction_expired: { message: "লেনদেনটি প্রক্রিয়াকরণে বেশি সময় নিয়েছে", action: "অনুগ্রহ করে আবার পেমেন্ট চেষ্টা করুন। আপনার ওয়ালেট সমর্থন করলে লেনদেনের অগ্রাধিকার বাড়ানোর কথা বিবেচনা করুন।" }, invalid_recipient: { message: "পেমেন্ট ভুল ঠিকানায় পাঠানো হয়েছে", action: "অনুগ্রহ করে আবার চেষ্টা করুন এবং আপনার ওয়ালেটে সঠিক লেনদেন অনুমোদন করছেন তা নিশ্চিত করুন।" }, invalid_sender: { message: "পেমেন্ট পাঠানো ওয়ালেটটি অবৈধ", action: "অনুগ্রহ করে আপনার ওয়ালেট পুনরায় সংযুক্ত করে আবার চেষ্টা করুন।" }, unauthorized_refund_issuer: { message: "আপনি রিফান্ড জারি করার অনুমোদিত নন", action: "শুধুমাত্র অনুমোদিত অ্যাকাউন্টসমূহ রিফান্ড প্রক্রিয়া করতে পারে। এটি ভুল বলে মনে হলে অনুগ্রহ করে সহায়তায় যোগাযোগ করুন।" }, amount_below_minimum: { message: "পেমেন্টের পরিমাণ খুব কম", action: "প্রয়োজনীয় পরিমাণ যাচাই করে আবার চেষ্টা করুন।" }, amount_mismatch: { message: "পেমেন্টের পরিমাণ কোটের সাথে মিলে না", action: "দাম পরিবর্তিত হয়ে থাকতে পারে। অনুগ্রহ করে রিফ্রেশ করে আবার পেমেন্ট করুন।" }, insufficient_funds_sol: { message: "লেনদেন ফি-এর জন্য পর্যাপ্ত SOL নেই", action: "নেটওয়ার্ক ফি কভার করতে আপনার ওয়ালেটে কমপক্ষে 0.001 SOL যোগ করে আবার চেষ্টা করুন।" }, insufficient_funds_token: { message: "আপনার ওয়ালেটে পর্যাপ্ত ব্যাল্যান্স নেই", action: "আপনার ওয়ালেটে আরও ফান্ড যোগ করে আবার চেষ্টা করুন।" }, invalid_token_mint: { message: "ভুল পেমেন্ট টোকেন", action: "পেমেন্ট বিবরণে প্রদর্শিত সঠিক টোকেন দিয়ে পরিশোধ করুন।" }, not_spl_transfer: { message: "লেনদেনটি বৈধ টোকেন ট্রান্সফার নয়", action: "আপনি সঠিক টোকেন টাইপ পাঠাচ্ছেন তা নিশ্চিত করুন।" }, missing_token_account: { message: "টোকেন অ্যাকাউন্ট পাওয়া যায়নি", action: "আপনার ওয়ালেটকে আগে একটি টোকেন অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে। আবার চেষ্টা করুন বা ভিন্ন ওয়ালেট ব্যবহার করুন।" }, invalid_token_program: { message: "অবৈধ টোকেন প্রোগ্রাম", action: "অনুগ্রহ করে আবার পেমেন্ট চেষ্টা করুন। এটি চলতে থাকলে ভিন্ন একটি ওয়ালেট ব্যবহার করে দেখুন।" }, missing_memo: { message: "পেমেন্ট মেমো প্রয়োজনীয় কিন্তু সংযুক্ত করা হয়নি", action: "অনুগ্রহ করে আবার পেমেন্ট চেষ্টা করুন এবং আপনার ওয়ালেটে লেনদেনের বিস্তারিত অনুমোদন করুন।" }, invalid_memo: { message: "পেমেন্ট মেমোর ফরম্যাট অবৈধ", action: "অনুগ্রহ করে আবার পেমেন্ট চেষ্টা করুন।" }, payment_already_used: { message: "এই পেমেন্টটি আগে থেকেই প্রক্রিয়াকৃত", action: "আপনার লেনদেন ইতিহাস পরীক্ষা করুন। আরেকটি পেমেন্ট করতে হলে নতুন লেনদেন শুরু করুন।" }, signature_reused: { message: "লেনদেনের স্বাক্ষর আগে থেকেই ব্যবহৃত হয়েছে", action: "অনুগ্রহ করে নতুন পেমেন্ট লেনদেন তৈরি করুন।" }, quote_expired: { message: "পেমেন্ট কোটের মেয়াদ শেষ হয়েছে", action: "দাম ঘন ঘন হালনাগাদ হয়। অনুগ্রহ করে রিফ্রেশ করে আবার পেমেন্ট করুন।" }, missing_field: { message: "প্রয়োজনীয় তথ্য অনুপস্থিত", action: "সমস্ত প্রয়োজনীয় ঘর পরীক্ষা করে আবার চেষ্টা করুন।" }, invalid_field: { message: "কিছু তথ্য অবৈধ", action: "আপনার ইনপুট পরীক্ষা করে আবার চেষ্টা করুন।" }, invalid_amount: { message: "পেমেন্টের পরিমাণ অবৈধ", action: "পরিমাণ পরীক্ষা করে আবার চেষ্টা করুন।" }, invalid_wallet: { message: "ওয়ালেট ঠিকানা অবৈধ", action: "অনুগ্রহ করে আপনার ওয়ালেট পুনরায় সংযুক্ত করে আবার চেষ্টা করুন।" }, invalid_resource: { message: "ভুল আইটেম নির্বাচন", action: "পৃষ্ঠা রিফ্রেশ করে আবার চেষ্টা করুন।" }, invalid_coupon: { message: "অবৈধ কুপন কোড", action: "কুপন কোডটি পরীক্ষা করে আবার চেষ্টা করুন।" }, invalid_cart_item: { message: "কার্টের এক বা একাধিক আইটেম অবৈধ", action: "আপনার কার্ট পর্যালোচনা করে আবার চেষ্টা করুন।" }, empty_cart: { message: "আপনার কার্ট খালি", action: "চেকআউটের আগে কার্টে আইটেম যুক্ত করুন।" }, resource_not_found: { message: "আইটেম পাওয়া যায়নি", action: "আইটেমটি আর উপলব্ধ নাও থাকতে পারে। অনুগ্রহ করে রিফ্রেশ করে আবার চেষ্টা করুন।" }, cart_not_found: { message: "শপিং কার্ট পাওয়া যায়নি", action: "আপনার কার্টের মেয়াদ শেষ হয়ে থাকতে পারে। অনুগ্রহ করে নতুন অর্ডার শুরু করুন।" }, refund_not_found: { message: "রিফান্ড পাওয়া যায়নি", action: "আপনার রিফান্ড রেফারেন্স নম্বর পরীক্ষা করুন বা সহায়তায় যোগাযোগ করুন।" }, product_not_found: { message: "পণ্যটি উপলব্ধ নয়", action: "এই পণ্যটি আর উপলব্ধ নাও থাকতে পারে। অনুগ্রহ করে আমাদের বর্তমান সংগ্রহ দেখুন।" }, coupon_not_found: { message: "কুপন কোড পাওয়া যায়নি", action: "কুপন কোডটি পরীক্ষা করুন বা তা অপসারণ করে এগিয়ে যান।" }, session_not_found: { message: "পেমেন্ট সেশন মেয়াদোত্তীর্ণ", action: "অনুগ্রহ করে নতুন পেমেন্ট শুরু করুন।" }, cart_already_paid: { message: "এই অর্ডারটি ইতিমধ্যে পরিশোধিত", action: "আপনার অর্ডার ইতিহাস পরীক্ষা করুন। নতুন ক্রয় করতে হলে নতুন অর্ডার শুরু করুন।" }, refund_already_processed: { message: "এই রিফান্ডটি আগে থেকেই প্রক্রিয়াকৃত", action: "আপনার লেনদেন ইতিহাস দেখুন বা বিস্তারিত জানতে সহায়তায় যোগাযোগ করুন।" }, coupon_expired: { message: "কুপনের মেয়াদ শেষ হয়েছে", action: "কুপন কোডটি অপসারণ করুন বা অন্য কোড ব্যবহার করুন।" }, coupon_usage_limit_reached: { message: "কুপনের ব্যবহার সীমা পূর্ণ হয়েছে", action: "এই কুপনটি সম্পূর্ণভাবে রিডিম করা হয়েছে। অনুগ্রহ করে অন্য কোড চেষ্টা করুন।" }, coupon_not_applicable: { message: "এই ক্রয়ে কুপন প্রযোজ্য নয়", action: "কুপনের শর্তাবলি পরীক্ষা করুন বা এটি অপসারণ করে এগিয়ে যান।" }, coupon_wrong_payment_method: { message: "এই পেমেন্ট পদ্ধতির জন্য কুপন বৈধ নয়", action: "ভিন্ন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন বা কুপন কোডটি অপসারণ করুন।" }, stripe_error: { message: "কার্ড পেমেন্ট সেবা সাময়িকভাবে অনুপলব্ধ", action: "অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন, অথবা বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট ব্যবহার করুন।" }, rpc_error: { message: "ব্লকচেইন নেটওয়ার্ক সাময়িকভাবে অনুপলব্ধ", action: "অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন, অথবা বিকল্প হিসেবে কার্ড পেমেন্ট ব্যবহার করুন।" }, network_error: { message: "নেটওয়ার্ক সংযোগে সমস্যা", action: "আপনার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে আবার চেষ্টা করুন।" }, internal_error: { message: "আমাদের পক্ষ থেকে কিছু ভুল হয়েছে", action: "অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। এটি চলতে থাকলে সহায়তায় যোগাযোগ করুন।" }, database_error: { message: "সেবা সাময়িকভাবে অনুপলব্ধ", action: "অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন।" }, config_error: { message: "সেবা কনফিগারেশন ত্রুটি", action: "অনুগ্রহ করে সহায়তার জন্য যোগাযোগ করুন।" }, unknown_error: { message: "একটি অপ্রত্যাশিত ত্রুটি ঘটেছে", action: "অনুগ্রহ করে আবার চেষ্টা করুন বা এটি চলতে থাকলে সহায়তায় যোগাযোগ করুন।" } }, s = { unknown_token_mint: "সতর্কতা: অপরিচিত টোকেন মিন্ট ঠিকানা। অর্থ হারানো এড়াতে এটি সঠিক টোকেন কিনা দুইবার যাচাই করুন।", token_typo_warning: "টোকেন ঠিকানা পরিচিত স্টেবলকয়েন (USDC, USDT, PYUSD, CASH)-এর সাথে মেলে না। স্থায়ী অর্থহানি রোধে সতর্কভাবে যাচাই করুন।" }, t = { no_wallet_detected: "কোনো Solana ওয়ালেট সনাক্ত হয়নি", install_wallet: "Phantom, Solflare বা Backpack-এর মতো একটি Solana ওয়ালেট ইনস্টল করুন।", wallet_not_connected: "ওয়ালেট সংযুক্ত নয়", connect_your_wallet: "চালিয়ে যেতে আপনার ওয়ালেট সংযুক্ত করুন।", wallet_connection_failed: "ওয়ালেট সংযুক্ত করতে ব্যর্থ", try_again: "অনুগ্রহ করে আবার সংযোগের চেষ্টা করুন।", transaction_rejected: "লেনদেনটি প্রত্যাখ্যাত হয়েছে", approve_in_wallet: "চালিয়ে যেতে অনুগ্রহ করে আপনার ওয়ালেটে লেনদেনটি অনুমোদন করুন।" }, c = { comment: e, version: a, locale: "bn", ui: n, errors: o, validation: s, wallet: t }; export { e as comment, c as default, o as errors, i as locale, n as ui, s as validation, a as version, t as wallet };